--বলছিলাম স্যার , ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস আসার বহুযুগ আগেই আপনি কেস টা ঠিক বুঝে ফেলছিলেন কেমন করে বলুন তো?
~ মানে ? আপনার কথা টা পরিষ্কার করবেন একটু ?
--মানেটা এই যে এই পোড়ার দেশে আপনার সময়কার কেউ বোঝেনি যে তারা বা তাদের কাজ যদি বিখ্যাত হয়ে যায়,তাহলে অদূর ভবিষ্যতেই তাদের কাজ নিয়ে ঝাঁকিয়ে মশলামুড়ি বানানো হতে পারে।আপনি বহু বছর আগেই সেরকম সুযোগ না দিয়ে স্পষ্ট ভাবে বিশ্বভারতীকে দিয়ে গেলেন কপিরাইট রক্ষার দায়িত্ব ।
~ওহ ! তা সেরকম দেখতে গেলে তো অনেক কাজ ই আমি শুরু করেছিলাম,কই ,আপনার নজর সেদিক গুলো এড়িয়ে যাচ্ছে কেন?
--আপনি স্যার,আপনি আমাকে আপনি বলছেন ! এই ইন্টারভিউ আমার জীবন বদলে দেবে ।আমি আপনার প্রনাতির নাতির থেকেও ছোট ।
~আপনি-তুমি-তুই ,আবার রেগে গেলে এর বিপরীত পর্যায়ে সম্বোধন ! এত ব্যাকরণগত পরিবর্তন কথা বলতে বলতে করতে অসুবিধা হতে পারে,তাই সহজ পন্থাটা বেছে নিলাম।
--জানেন স্যার ,আমার কলিগরা কেউ বিশ্বাসই করবে না যে আপনি এত ফ্রি-ফ্র্যাঙ্ক ইন্টারভিউ দিতে পারেন।তারা মাঝে মাঝেই এমন সব কথা বলে যে মাথা গারম হয়ে যায়।কিন্তু স্যার মুখের মত উত্তর আসেনা বলে চেপে যাই।পড়ার টেবিলের পেছনে দেওয়ালে মাদুর কাঠিতে আপনি আছেন স্যার , ভাট বকলে মটকা গরম হয়ে যায়। ওরা বলে ,আপনি নাকি সৌখিন দুঃখবিলাসী ,খালি বড়োলোকদের জন্য লিখতেন,জন্মসুত্রে যা আপনি নিজেও ছিলেন ।
~আর কি বলেন আপনার সহকর্মীরা ?
--বলে খাওয়া পরার চিন্তা ছিল না তো, আপনার প্রচুর টাইম ছিল ।
~সেটা কি আমার ক্রাইম ছিল ?
--এটা কিন্তু ভাল রাইম ছিল।
~"ডেঁপো" শব্দ টা আমার লেখনী তে লেখা হয়নি কখনো।এখন আফশোস হচ্ছে।
--খেপছেন কেন স্যার ,হিসেব করে দেখেছি কিলোপ্রতি আপনার লেখার দর লিস্টে প্রায় নিচের দিকে থাকছে, সে যে জাতের লেখাই আপনি লিখেন না কেন ! আজকাল অবশ্য অনেক জাতের লেখা বিক্রি হচ্ছে। বলুন না,আপনি যে সব শব্দ অভিধান কে দান করে গেছিলেন,যেমন বেতার, তেজস্ক্রিয়তা ইত্যাদি,আমার মনে একটা শব্দ আছে, সে একজনের জন্য প্রযোজ্য,কিন্তু আপনি এটার একটা বাংলা প্রতিশব্দ দেবেন?
~কি শব্দ?
--মেগালম্যানিয়াক ।
~হুম।ভেবে জানাব ।আচ্ছা একটা কথা আপনি বলুন তো?বাংলায় কথা বলতে বলতে এত ইংরাজি বলেন কেন? কোন ব্রিটিশ কে দেখেছেন যে ইংরাজি বলতে বলতে স্প্যানিশ বলছে ?
--ইটস দ্য ইন থিং স্যার।মাঝে মাঝে ইংরাজি ঝাড়লে কুল শোনায়।নো চাপস।
~নো চাপস! এটা কি ইংরাজি নতুন শব্দ ?
--আপনি বুঝবেন না স্যার।আমরা বাংলা তে আরবান ডিকশনারি বানাব ।
~আর কি কি বানাবেন ?
--বাংলা বাচাও স্মৃতি স্তম্ভ । এর দুটো মানে আছে ।
--উদবোধনের দিন বা শিলান্যাস এর জন্য আমাকে ডাকবেন না তো?
--না স্যার । উদবোধনে বা শিলান্যাসে গিনেস রেকর্ড হোল্ডার আমাদের এখানে আছেন । অন্য কাউকে কোনও চান্স ই দেব না।
~আপনি কি উত্তেজিত ? অবশ্য সেটাই বয়েসের স্বভাব।
--নো স্যার, আমি উদ্দীপিত ।খালি সংরক্ষিত মেধার অভাব ।
~হতাশা উদ্গীরণ শেষ হলে আমি যাই ?
--না স্যার, ইন্টারভিউ আপনার।আর আমি বকবক করে গেলাম।আসলে স্যার আপনি আমাদের অনেক আগেই বুঝেগেছিলেন যে ,"আমরা আড়ম্বর করি ,শেষ করি না !" এটুকু বুঝি যে আপনার চিন্তা ভাবনা গুলো বড্ড বেশী প্রগ্রেসিভ ছিল ।
~আমাকে উদযাপন না করে আমার কাজ আর চিন্তাধারাকে বেশী করে যাপন করলে বোধহয় ভাল করতেন। দীর্ঘ জীবন অনেক কিছু শিখিয়েছে।লেখায় রেখে গেছি ।পারলে নেড়েচেড়ে দেখবেন ।
--সে তো বুঝলাম স্যার, ঐ যে বললাম স্যার সময় কে বোঝার মত সময় নেই আমার ।এই বছর প্রমোশন ডিউ কিনা।কিন্তু স্যার ,এই ইন্টারভিউ আমার জীবন বদলে দেবে স্যার।প্রমিস করছি প্রমোশন পেলেই ট্রাফিক সিগ্ন্যালে আপনার গান বাজানো বন্ধের দাবীতে তিন লাইন লিখব ।
~আর কিছু করবেন ?
-----------------------------------------------------------------------------------
"এ বার কালী তোমায় খাবো",বিদ্ঘুটে এস এম এসের শব্দে ধড়ফড় করে ঘুম ভেঙ্গে উঠে বসল, সাংবাদিক ক্যাবলাকান্ত ।বসের জন্য ডেডিকেটেড টিউন । মোবাইল আনলক করতেই মেসেজ ঢুকল,"সাড়ে আটটার মধ্যে পাঞ্জাবি গলিয়ে শান্তিনিকেতনী ঝুলিয়ে সদনে এস ছন্দ্রবদন, দেরী হলে কপালে নান্দনিক ক্যালানি জুটবে.........।"
2 comments:
Bhalo likhcho chokra, branch manager Babu time pachen to be.
Thank you..kintu apnake toh thik chinlam na..please enlighten..
Post a Comment