Sunday, December 2, 2012

মিসেস ঘন্টুর ম্যাগাজিন শপিং।

মিস্টার আর মিসেস ঘন্টু দুজনেই বেশ মোটা, মোটামুটি ভালই আছেন।  সামনে ই বিয়ের মরশুম,মিসেসের বায়না নতুন শাড়ি চাই,নইলে নাকি প্রেস্টিজ কুকারে সিটি বেজে যাবে।আর তা থেকে যে ধোঁয়া বেরুবে,তার উত্তাপ ঘন্টুর সহ্য করার ক্ষমতা নেই।সুতরাং, হাতিবাগান। পছন্দ হল না।তাহলে শ্যামবাজার, শ্রীনিকেতন ।

প্রায় এক ঘন্টা পরে ঘন্টু বাবু হাল্কা হলেন, মনের আর পকেটের ,দুদিক থেকেই। বউ শান্ত তো জগত শান্ত, গুরুজনেরা বলে গেছেন। এবারে গিন্নির নতুন বায়না,"শোনও না গো, প্যান্টালুনস  যাবে ? বাপির জন্য একটা শার্ট নেব। " দাঁত কেলিয়ে ঘাড় হেলানো ছাড়া আর কি বা উপায় থাকতে পারে। নেক্সট স্টপ ,কাকুড়গাছি ।আরও এক ঘন্টা। আর হাল্কা লাগল নিজেকে ঘন্টু বাবুর ।

ফেরার পথে ফুলবাগানে ম্যাগাজিন স্টল এ সাময়িক হল্ট নিল গাড়ি,  ঘন্টু গিন্নির এক্সপেরিমেন্টাল রাঁধুনি বলে একটু খ্যাতি আছে, তারই বিড়ম্বনা ঘন্টুকে সহ্য করতে হয় মাঝে মাঝে।বিভিন্ন ম্যাগাজিন ঘাঁটতে হয়।
"তো, সানন্দা টা নিয়ে নি, কি বল?",ঘন্টু বলল।
"না গো পরমা টাও ভাল"
তাহলে তাই নাও।
আচ্ছা ওই কেয়া শেঠের " অদ্বিতীয়া " টা এসেছে দাদা?
নাউ,ঘন্টু সেন্সিং ডেঞ্জার। খাদ্য থেকে রুপ চর্চায় চলে গেলে সেটা খানিক পরে টর্চারের পর্যায় চলে যাবে। মেয়েদের রূপচর্চা নিয়ে কলেজের এক বন্ধুর কথা সে চিরকাল মাথায় রাখে।সেই বন্ধু তাকে বলে ছিল যে," ভাই , পারমিতা কে টিকিয়ে রাখতে পারলাম না,মেইনটেন্যান্স কস্ট টা খুব কষ্ট হয়ে গেলরে।"
 আচ্ছা, দাদা তুমি একটা" ইটি ওয়েলথ " আর সানন্দা  টা দিয়ে দাও। আর শুনছ,তুমি যে কি যেন প্রাইমারি পরীক্ষা দেবে বলছিলে, সেটারও বই পাওয়া যাচ্ছে দ্যাখও।
মিসেসের হঠাৎ মনে পড়ে গেল যে ছোটবেলার বন্ধুরা পটাপট প্রাইমারি তে পেয়েযাচ্ছে, আজকাল নাকি পরীক্ষায় পড়ে পাস করতে হয়না,পার্টি অফিসে পয়সা দিলেই হয়।সে যাই হোক,একটা চেস্টা করতে তো দোষ নেই।
দিনের মধ্যে প্রথম বার বউ কে ভাবতে দেখে পুলকিত ঘন্টু খুব মোলায়েম ভাবে বলে,"দ্যাখও দ্যাখও ,  আরও দুটো "টেট"বই এসেছে। "
"আচ্ছা দাদা, এই বইটার দাম কত?"
"দিদি ওটা তিনশ টাকা, এক দাম"
"কম হবেনা? কোনও ডিসকাউন্ট নেই ?"
ব্যাস। এই সোনার সুযোগের অপেক্ষা তেই ছিল ঘন্টু। বাঙ্গালীর ডিসকাউন্ট প্রীতি র নরম জায়গায় দিয়ে দিল সে শেষ আঘাত, "কি যে বলেন দাদা, আমাদের কি বোকা পেয়েছেন নাকি? থারটি পারসেন্ট,শুনে রাখুন দাদা ,থারটি পারসেন্ট ডিসকাঊন্ট ছাড়া বই কিনি না । চলে এস ত,আমি তোমাকে কলেজ স্ট্রিট থেকে কাল কে এনে দেব ,বুঝলে, আর একটু হলেই তোমাকে  ঠকিয়ে দিচ্ছিল।"

এক গাল হেসে  মিসেস ঘন্টু,"সত্যি ,তুমি না থাকলে যে কি হত !!!!"

Monday, October 15, 2012

মহালয়া।।A personal journey.

কোনওদিন চেস্টা করিনি,তার মানেই কি করব না কখনও! বাংলায় হরফে লেখার কথা ভেবেছি অনেকবার,লেখার চেস্টা একবারও করা হয়ে উঠল না। তো এইসব ভেবে লিখতে বসলুম।কিন্তু কি লিখি,সবাই চারিদিকে এতভালো লেখে,এত গুছিয়ে তাড়াতাড়ি লেখে যে কি বলব। সমরেশ মজুমদার বলেছিলেন যে লেখক রা নাকি দু'ধরনের হন, তাতি টাইপ, আর মাকড়সা টাইপ। মানেটা আজও  বুঝিনি।

আজ মহালয়া,ছোটবেলায় মা,ঘুম থেকে তুলে এইদিন রেডিওর সামনে বসিয়ে দিত।দাদুর কড়া শাসনে,ঢুল দেওয়ার যো নেই।আজ ল্যাদগ্রস্ত জীবনে ঘুম থেকে ওঠা আর  অফিসের জন্য তৈরী এই লুপের মধ্যে পড়ে, ্যেকোনো ছুটির দিন ই প্রায় আলাদা করে কোন মানে বয়ে নিয়ে আসেনা।

তো ঘুম থেকে উঠে চোখ লাল,কে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র,কেন শুনব তাকে,এত সহজ সরল প্রশ্ন কোনও দিন মাথায় এলেও করিনি।ভাগ্যিস করিনি।আজকাল তো মতামতের বন্যা বইয়ে দেওয়া টাই স্টাইল, আজও সেটা ঠিক রপ্ত করে উঠতে পারলাম না।নতুন জামা পেলেই আমার থেকে খুশি আর কে ছিল সেই পুজোতে ।

এই নস্টালজিক ব্যাপার টা বেশ ভাল,বেশ খানিকখন বিরক্তিকর বাস্তব থেকে নিজেকে সরিয়ে রাখতে পারি, আগে ছোটবেলায় এই সময় স্কুলের হাফ ইয়ারলি থাকত,এখনও থাকে,অফিসে হাফ ইয়ারলি ক্লোসিং। তবে , তখন ছুটি থাকত প্রায় একমাস,এখন চারদিন।

মহালয়া মানে মোটামুটি দেখে নেওয়ার পালা,পিসির ছেলে বাবুয়ার চারটে,মামার ছেলে নন্দন'দার পাঁচটা,আমার এখনও তিনটে,তো ঠিক আছে,ছোটোমাসির কাছ থেকে তো আরও একটা আসবে।তাহলে আর চিন্তা কিসের।ছোটোছোটো ভাললাগা,ছোটোছোটো ঘটনা। স্মৃতির সরনী বেয়ে মাঝে মাঝে পেছনে ফিরে যেতে ভারিই ভাল লাগে।

মহালয়া মানে মহাতর্পণের দিন, পূর্বপুরুষ দের শ্রদ্ধা জানানোর দিন, আমিতো নিজের দাদুর দাদুর নামই জানি না,দাদুর বাবার পর্যন্ত  নামটা জানি। সবাইকে মনে মনে প্রনাম করে উঠতে উঠতে বেশ সকাল হয়ে্যেত।চারদিকে যে পুজো পুজো গন্ধ বয়ে যেত সেটা আজ পাইনা। এটুকু আজ মনে আছে।

আর তারপর , গরম ধোঁয়াওঠা ফুল্কো লুচি,নাহ,একট সুজি, একটু আলুর দম থাকতো না।লুচির সঙ্গে বেগুন ভাজা থাকত।

Sunday, February 12, 2012

Movie Review : The Descendants[2011]

Honestly speaking, I was flipping through news channels few days ago and suddenly in one channel found the Oscar nominations for this year. Yes, you guessed it right; The Descendants was there in the best movie and best actor (male) category among others.

 A simple, common story of a middle aged man going through mid-life crisis but presented in a superb manner. Matt King, a lawyer one fine day suddenly finds that his life is not going as smoothly as he expected it to be. His wife, after spending so many years with him suddenly got interested in someone else, his two daughters always prefer their mommy over their dad, and his hectic work life almost screwing his personal life. In order to solve this jig-saw puzzle Matt tries to connect with his daughters. Sudden boat accident of his wife forces him to look into himself.

 A land baron by heritage, Matt could have lived a luxurious life, but decided to lead it like a simple middle class family man living on his earning from law practice. In absence of his injured wife he goes on to give more time to his daughters and gets shockingly surprised to find his elder daughter as a drug addict school going teenager . His thinking process goes to complete disarray. In a bizarre turn of events he discover the recent unfaithfulness of his wife to him, just when he was praying to god that once she recovers completely she will find Matt, her husband as a completely changed man, a person who pays more attention to his family and enjoys life more than before.

 Even the  darkest cloud has a ray of sunlight at the end of it. Matt finds that ray of sun in his elder daughter Alexandra who is extremely angry with the way her mother treated her dad. Her sister Scootie being so young and so cute fails to understand how she should react to all these serious incidents happening around her. The question of selling out their huge land arises and amidst of all these, Matt starts negotiating with his cousins for that.All these incidents take parallel routes and goes on till the end.Will Matt be able to survive the tide?Will Alexandra help help dad to regain his lost confidence? I don’t want to tell more because I expect all the readers of this post to watch that movie.

 Elegant as ever, George Clooney does perfect justice to the role of Matt king. So is Shailene Woodley aka Alexandra. Director Alexander Payne could have shortened the length of the movie a bit but anyways does fantastic job. A movie you can watch with your family members and leave the hall clapping at the histrionics of all the actors.

 My Rating : 7.5/10
IMDB link : http://www.imdb.com/title/tt1033575/