Friday, January 26, 2018

চল, সাহস দেখাই

সকাল সকাল ই উঠে পড়লাম বুঝলি, ঠান্ডা খুব ছিল, তবুও।
--তাপ্পর?
--তাপ্পর আর কি? ঘুম থেকে উঠেই প্রথম যা করি, মোবাইল টা খুলে দেখেনিলাম কি কি মেসেজ এসেছে, কয়েকটা লাইক দিলাম, গন্ডা খানেক লাভ দিলাম, ডজন খানেক থ্যাংক উ এন্ড সেম টু ইউ এন্ড ইওর ফ্যামিলি, আর কিছু ফরওয়ার্ড কয়েকটা গ্রুপে করলাম।
-- তুই ডেলি গুড মর্নিং মেসেজ সবাই কে পাঠাস না?
--ওই বদ অভ্যেসটা এখনো ধরিনি, তবে অফিসে বসেদের বিশেষ বিশেষ দিনে পাঠাই, এই যেমন আজকে, প্রজাতন্ত্র দিবস।
-- কি মানে রে আজকের দিন টার, ডিটেইলে কখনো বুঝিনি।
-- আমি নিজের মতো একটা মানে করে নিয়েছি, ভাট শোনার টাইম আছে তো বলবো।
--বলেই ফেল।
--দেখ, ছোটবেলায় এটা ছিল খুব ভোরে উঠে স্কুলে যাওয়ার দিন।সকালে উঠে স্নান সেরে, ইউনিফর্ম পরে স্কুলে গিয়ে লাইনে দাঁড়াতে হবে, তারপর প্যারেড হবে, গোটা শহর ঘুরব, তারপর স্কুলে ফিরে টিফিন নিয়ে বেরিয়ে পড়ব। দুপুরের দিকে বন্ধুরা মিলে সিনেমা দেখতে যাওয়া।জুরাসিক পার্ক, জীবনের প্রথম সিনেমা হলে গিয়ে দেখা । তারপর বড় হলাম, কি লাভ হলো জানিনা। এখন চাকরগিরি করছি ।এখন যেকোনো দিবস ই একটা নিখাদ ছুটির দিন, যেদিন দেরি করে ঘুম থেকে ওঠা যায়।
--তার মানে , প্রজাতন্ত্র দিবসের কোনো গুরুত্ব নেই?
-- কে বলেছে নেই, ফ্লিপকার্ট, আমাজন, স্ন্যাপ ডিল মিনিমাম ছাব্বিশ পার্সেন্ট ছাড় দেবে, আরো বলব গুরুত্ব নেই?? ম্যান্ডেটরি ভাবে তিরঙা,কমান্ডো, গদর, বর্ডার, এল ও সি , লক্ষ্য ইত্যাদি সব সিনেমা দেবে।যদিও আমার পার্সোনাল ফেবারিট হলো কমান্ডো। নানা পাটেকার।উফফ, কি কেলান কেলিয়েছিলো।
--আর কোনো গুরুত্বই নেই?
-- তুই কি ওই কন্সটিটুশন চালু হয়েছিল, আমার অন্য কোনো তন্ত্র থেকে প্রজাতন্ত্র হয়েছিলাম, সেই কবে 1950 সালে, কবে ঘি খেয়েছিলাম, আজও তার ঢেকুর উঠছে, সেই সব নিয়ে ভাবছিস?ভাই একটা কথা বল, এই দেশে কটা লোক কন্সটিটুশন বোঝে , অর্ণব আর সুমন ছাড়া? তোর কি কি অধিকার আছে সেটা যদি বাই চান্স জেনে ফেলিস তাহলেই তোর সেটা ফলাতে ইচ্ছে করবে। করবেই, গ্যারান্টি। এবার সেটা ফলাতে গেলেই আন কনস্টিটিউশনাল যা যা তুই ফেস করবি সেটা তোকে একাই সামলাতে হবে। তার থেকে আ ওয়েডনেস ডে তে নাসিরউদ্দিন যেটা বলেছিল সেটাই ভালো নয় কি,"হম লোগ ব্হত জলদি গেট ইউসড টু হো যাতে হ্যায়" ...তারপর যা করেছিল ওটা সিনেমাতেই হয়।
--- তাহলে বলছিস ভীতু হয়ে থাকাই ভালো, এভাবেই দিন কাটুক।
-- নাহ, তা কোনো? সাহস দেখাবো তো, আজ নাইট শো এর টিকিট কাটা আছে, চল পদ্মাভত দেখতে যাই ।