Sunday, May 18, 2014

আমি মেগা বানাতে চাই ...


খানিক টা "ম্যায় মাধুরী দিক্ষিত বননা চাহতি হু" টাইপ দাবি শোনালেও আমি সত্যি চাই, একটা মেগা বানাতে। একতা কাপুর আমার গুরু, স্বপন সাহা,অঞ্জন চৌধুরী আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক।পরিস্থিতির চাপে, যাহা সার্বজনীন তাহা অগ্রাহ্য করার দুঃসাহসের তাপে, বহুবার বাধ্য হয়েছি প্রচুর বাংলা-হিন্দি সিরিয়াল দেখতে।দেখে দেখে আমি জীবনের লক্ষ্য স্থির করে ফেলেছি ,যে মেগা বানাতেই হবে।

"এই ধানি লঙ্কা বউমার হাত থেকে, ওই সতীসাবিত্রী শাশুড়িকে বাঁচানো দরকার,কিউকি আব কি বার ..................।",এই রকম ডায়ালগ লিখতে পারছে কোথায় ! এনকে সলিল তার সাফল্যের দলিল কোথায় লুকিয়ে রেখেছেন,কেউ জানেনা।কিন্তু জানতে তো হবেই তাই না।একটা প্রোডিউসার পেলেই কাজ শুরু করে দি। গল্পের মূল উপাদান গোছানো আছে, তিনটে হিরো,  পাঁচটা হিরোইন , একটা মা, দুটো শাশুড়ি, তিনটে অথর্ব বাবা/ শ্বশুর , দু-তিনশ কিলো নতুন জামা-কাপড় আর কুইন্টাল খানেক মেকআপ।


এবার কি কি নতুনত্ব আনব সেটা বলি, প্রথমত বাকি মেগা দের মতই মূল গল্পের জন্য পাতি কোনও হিন্দি/তামিল/তেলে-# /ভোজপুরি মেগা থেকে কন্ট্রল সি তারপর ভি। আর বাকিটার জন্য পঞ্চাশ কিলো ঘড়ি ডিটারজেন্ট অরডার দিয়ে রেখেছি। প্রোডিউসার বলবে কি ঘড়ি ঢালব।সাপ্লায়র এর সঙ্গেও ট্যাগ লাইন এর চুক্তি,"পহলে ইস্তেমাল করেঙ্গে,টিয়ারপি বাড়েগা ত,ফির বিশ্বাস করকে পেমেন্ট করেগা"।সে ব্যাটারাও কনফি।আমার মেগায় মহা এপিসোড এর সাথে "মিনি উপদেশ "বলেও সেকশান থাকবে, সেখানে ভাবি শ্বশুর/শাশুড়ি/বউমা দের সফল সংসারের ত্রিফলা টিপস দেওয়া হবে।এটা নতুন আনব, কপিরাইট মেরে।সেখানে যত্ন সহকারে কোন মুখ-ঝামটা দেওয়ার পর কিভাবে ঠোট বাঁকাতে হবে ,কান্নার সময় কোন স্মাজ-ফ্রি কাজল টা বেশী দমদার,ছেলের পিঠ চাপড়ান,বউমা কে দাবড়ান গোছের বোনাস টিপস থাকবে।


আর যেসব শাড়ি গয়না পরে মেগা-মহিলারা সিরিয়ালে নিজের খাওয়ার ঘরেও সেজে গুজে ঘুরে বেড়ান, সদ্য ঘুম থেকে ওঠার দৃশ্যেও যেভাবে মাস্কারা লাগানো চোখে আগুন ঝরান সেগুলো কোন দোকান থেকে কেনেন সেটাও আমার মেগা তে দেখাব। একটা বাজার-বিপ্লব জাতীয়, অভূতপূর্ব মেগা পূর্ব ভারতে বানাতে চাই দাদা,শুধু একটা চান্স দেন।

সব কিছুই তো হল, কষ্ট কল্পনার সীমানা ছাড়িয়ে আর যাওয়া গেল না,
এত ভাট বকার পরও ,রিমোট হাতে সময়ের আগে এল না।





Thursday, May 15, 2014

ফলাফলের ছড়া




ঊঠিব কল্য কাঁচা প্রভাতে,
ধূমায়িত চা এর কাপ নিয়ে হাতে,
রিমোটে দিয়া নিয়ন্ত্রিত চাপ,
খবর গিলিব না ছাড়িয়া হাঁপ,
দেখিব কেমন চোখের সামনে নাটক রচিবে লাইভ,
বিজিত নামিয়ে মুখ দেখিবে বিজয়ীর হাই ফাইভ।
তারপর দিনভর শুধু তালি আর গালি,
কে কি ভেবেছিল,তার সে গুড়ে বালি,
সুজ্যি ডোবার কালে জানিতে পারিব কে গড়িতেছে সরকার,
......................................................

শেষ লাইন টা কি আরও লেখা দরকার ?