Wednesday, October 2, 2013

বাপু-পাঁচালী


প্রাতঃকালে কুলকুচি  করিয়া স্ট্রং বিয়ারে,
"জিও বাপু, আজ ছুটি",সমবেত চিয়ারে,
এম টিভি,রহমান,চিত্ত শুন্য ফিয়ারে,
হোয়াটস অ্যাপে পিং পং,গ্রুপীক্রীত ডিয়ারে।

মুখস্তিয়া খবর মোরা বমিচ্ছুক তর্কে,
 চৈনিকটাউনে  ব্রাঞ্চ, সমাপ্তিব পোর্কে,
বিলাতি বন্ধুর ওয়াইন, হ্যাঁচকাইব কর্কে,
লেট ডিনার প্ল্যানিয়াছি,রেশম টিক্কা  ফর্কে ।

লালুবাবুকে গতকাল কুটুসিয়াছিল মশা,
ও -বাবা-মা মারকিনিরা,শাটডাউন দশা,
ন-ম-ন-ম করিয়া কেউবা দেশ করিল চষা,
রাজপুত্তুর- বাঁধাকপির আজ হইল মন কষা।

এমনি কতক অদরকারি আলোচনার শেষে,
আনসোশ্যাল নাম ঘুচাইব ভুবনজালের দেশে,
কাল সকালে গুছাইব নিজেরে বকলস বন্দি বেশে,
দেবী আসিবেন,বাপুছাপ বোনাস বিগলিত হেসে।